ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

রাত পোহালেই দোহারের তিন ইউনিয়নে ভোট

দোহার-নবাবগঞ্জ  (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ১ নভেম্বর ২০২২

Ekushey Television Ltd.

দীর্ঘ ২১ বছর পর সীমানা জটিলতা কাটিয়ে বুধবার ঢাকার দোহার উপজেলার রাইপাড়া, মাহমুদপুর ও সুতারপাড়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্ট দফতরগুলো। 

মঙ্গলবার বেলা সাড়ে ১২টা থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের কাছে ভোট সামগ্রী হস্তান্তর করছেন নির্বাচন পরিচালনার দায়িত্বরত কর্মকর্তারা।

নির্বাচনের রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল ইসলাম জানান, তিন ইউনিয়নে মোট ২৮টি কেন্দ্রে ১৭৪টি কক্ষে অতিরিক্তসহ ৪৩৫টি ইভিএম’র মাধ্যমে মোট ৫৩ হাজার ৮৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

নির্বাচনে ১৭৪ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৩৪৮ জন পুলিং অফিসার, ২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ প্লাটুন বিজিবি, র‌্যাবের তিনটি টিমসহ পুলিশ, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।

নির্বাচন উপলক্ষে মঙ্গলবার দুপুরে দোহার থানা পুলিশের আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের নিয়ে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। 

এসময় তিনি নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্ব পালনের নির্দেশ দেন। 

এসময় আরও উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি